জট কাটাতে মুখোমুখি তাপস-কুন্তল

2023-01-25 1

রবিবার কুন্তল ঘোষের মুখে শোনা গিয়েছিল জনৈক গোপাল দলপতির নাম। সোমবার আবার মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে তাঁকে যাওয়ার সময়ে নীলাদ্রি ঘোষের নাম বলেছেন তিনি। এই জটিল অঙ্কের হিসেব মেলাতে মঙ্গলবার কুন্তল তাপসকে মুখোমুখি বসিয়ে জেরা ইডি আধিকারিকদের। দীর্ঘ ১৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরলেন তাপস মণ্ডল।

Videos similaires