সোমবার বিকেল ৪টেয় সাতপাকে বাঁধা পড়বেন কে এল রাহুল এবং আথিয়া শেট্টি। বলিউড এবং ২২ গজের হাই প্রোফাইল বিয়ের আসর বসছে সুনীল শেট্টির খান্ডালার বাগান বাড়িতে। সুনীল শেট্টির খান্ডালার বাগান বাড়িতে দুই পরিবার এবং ঘনিষ্ঠদের হাজিরায় সাতপাকে বাঁধা পড়ছেন আথিয়া এবং রাহুল।