‘দিদির দূত’ শতাব্দীর গাড়ি আটকে আবার বিক্ষোভ বীরভূমের গ্রামে

2023-01-22 1

রবিবার ‘দিদির দূত’ হয়ে মহম্মদবাজার সফরে গিয়েছিলেন শতাব্দী রায়। কিন্তু ফুল্লাইপুর এলাকায় তাঁর গাড়ি আটকে দেন ওই গ্রামের বাসিন্দাদের একাংশ। তাঁরা সাংসদকে জলের দাবি জানান।