বেশ কিছু ওষুধের ট্রায়াল বন্ধ

2023-01-19 0

এথিক্স কমিটির অনুমোদনের পরও প্রিন্সিপালের সই না মেলায় আটকে রয়েছে ট্রায়াল । ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে গবেষণা বন্ধ রয়েছে ক্রনিক কন্সটিপেশন এবং মেয়েদের এন্ডোমেট্রিওসিস ওষুধের। যা অন্যন্ত নেতিবাচক বলেই মনে করছেন চিকিৎসক মহল।

Videos similaires