করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের মিছিল
2023-01-18
0
করুণাময়ী মেট্রো স্টেশনে জমায়েত শারীরশিক্ষা-কর্মশিক্ষা, গ্রুপ C-D এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের। কিন্তু করুণাময়ী মেট্রো স্টেশনেই তাদের বাধা দেয় পুলিস। অবশেষে ৬ জন প্রতিনিধি গিয়ে বিকাশ ভবনে গিয়ে ডেপুটেশন জমা দেন।