'শিক্ষা বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও'

2023-01-18 1

শিক্ষা বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও এর ডাক দিয়ে পথে নামল শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ। সোমবার শহরের দুই প্রান্ত থেকে মিছিল করে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত যান সংগঠনের সদস্যরা। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে মিছিল থেকে।

Videos similaires