সবে সবে দক্ষিণের রাজ্যগুলিতে সাড়ম্বরে পালন করা হয় পোঙ্গল। পাঞ্জাবে লোহরির পর দক্ষিণ ভারত জুড়ে পালন করা হয় পোঙ্গল। এবার ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত উৎসব পালন করলেন বিদেশের মানুষও।