মিড-ডে মিলে তত্পরতা রাজ্যের

2023-01-17 0

রাজ্যে আসছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এদিকে মিডডে মিলে টিকটিকি, সাপ, ইঁদুড় পাওয়া থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রের প্রতিনিধি দলের আসার আগেই তত্পর রাজ্যের স্কুল শিক্ষা দফতর। ১৬ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে মিড-ডে মিল নিয়ে নজরদারি চালানোর সিদ্ধান্ত।

Videos similaires