পুলিসের হাতে আটক সুকান্ত মজুমদার

2023-01-11 0

কথা দিয়েছিলেন কথা রাখলেন। আরামবাগ থেকে পঞ্চায়েত নির্বাচনের সফর সেরে সোজা গঙ্গার ঘাটে পৌঁছে গঙ্গা আরতি সারলেন বিজেপির রাজ্য সভাপতি। জানিয়ে দিলেন এটা তাঁর দলীয় কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ। শেষ পর্যন্ত পুলিসের অতি সক্রিয়তার মুখে পড়ে আটক হতে হল তাঁকে।

Videos similaires