গঙ্গা আরতি নিয়ে পুলিশ- বিজেপি সংঘাত, আটক সজল ঘোষ

2023-01-10 4

গঙ্গা আরতি নিয়ে রাজ্য বিজেপি এবং কলকাতা পুলিশের মধ্যে দ্বন্দ্ব। অনুমতি ছাড়াই মঞ্চ বাঁধার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পুলিশ মঞ্চ খুলে দেওয়ার পরই তৈরি হয় সংঘাত। গঙ্গা আরতি কর্মসূচির জন্য অনুমতি চাইলেও বিজেপি তা পায়নি। নিরাপত্তা বিঘ্ন হতে পারে, এই আশঙ্কা থেকেই অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এই পরিস্থিতিতে বাজে কদমতলা ঘাটে পরিদর্শনে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কলকাতা পুরসভার কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষ। তাঁর অভিযোগ, “নজরুল মঞ্চে দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) সভা হলে অনুমতি নিতে হয় না। আমাদের সেনার অনুমতি রয়েছে, পুলিশের নিরাপত্তা চাই না। আরতি হবেই।” এরপরই পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। সজল ঘোষকে বোঝানোর চেষ্টা করার পর ব্যর্থ হলে, কলকাতা পুলিশ তাঁকে আটক করে।