প্রাথমিক দুর্নীতিতে 'ফোন নম্বর' রহস্য

2023-01-06 0

প্রাথমিক দুর্নীতিতে ফোন নম্বর রহস্যের ২৪ ঘন্টার মধ্যেই পর্দাফাঁস করল সিবিআই। জানা গিয়েছে, ওই নম্বরটি তৎকালীন নদিয়া জেলার প্রাথমিক শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যানের। অন্যদিকে এদিন ফের ৫৯ জনের চাকরি বাতিলের পাশাপাশি নবম দশমে কাউন্সেলিংয়ে সময়সীমা বৃদ্ধির নির্দেশ বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের।

Videos similaires