Aryan Khan এর সঙ্গে ডেট নোরার? জল্পনা

2023-01-04 7

নোরা ফতেহির সঙ্গে ডেট করছেন আরিয়ান খান? শাহরুখ পুত্রের সঙ্গে নোরা ফতেহির সম্পর্কের খবর নিয়ে গুঞ্জন শুরু হতেই, তা হু হু করে ভাইরাল হয়ে যায়। সম্প্রতি এক ভক্তের সঙ্গে আরিয়ান যেমন পোজ দেন, তেমনি সেই একই মহিলার সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় নোরা ফতেহিকে।