মন জুড়ানো রৌদ্রমাখা শীতের সকালে গ্রামের পিচঢালা পথে কার না ঘুরতে ভালো লাগে। হৃদয় হরণ করা গ্রামীণ পথ। Village Street
2023-01-03 2
মন জুড়ানো রৌদ্রমাখা শীতের সকালে গ্রামের পিচঢালা পথে কার না ঘুরতে ভালো লাগে। হৃদয় হরণ করা গ্রামীণ পথ। আঁকাবাঁকা মেঠো পথ আর মেঠো নেই। তা এখন পিচঢালা সড়ক। তার দুপাশে সারিবাঁধা তালগাছ। দেখে মন জুড়িয়ে যায়।