শীতের আশায় কলকাতা শহরে ‘ভুটিয়া’রা

2022-12-28 1

শীত পড়তে না পড়তেই, নভেম্বর মাস থেকে এঁদের দেখা যায় কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে, হেদুয়া পার্কের সামনে। ঠিক যেমন, গত চল্লিশ-পঁয়তাল্লিশ বছর ধরে আসছেন দার্জিলিঙের ক্লেনজং। অতিমারীর কারণে দু’বছর না আসা হলেও, এই বারে আবার তাঁর বোনকে নিয়ে কলকাতার টেরিটি বাজারে ঘর ভাড়া নিয়েছেন, থাকবেন ফেব্রুয়ারি পর্যন্ত।

Videos similaires