প্যারিসে কুর্দিশ সাংস্কৃতিক কেন্দ্রে বন্দুকবাজের হামলা, মৃত তিন, আহত একাধিক

2022-12-24 457

স্থানীয় সময় শুক্রবার সকালে মধ্য প্যারিসের এক কুর্দিশ সাংস্কৃতিক কেন্দ্রে ও পাশের একটি কুর্দিশ কাফেতে হামলা চালায় এক বন্দুকবাজ। মৃত্যু হয় তিন জনের, আহত আরও অনেকে। গ্রেফতার করা হয়েছে এক সন্দেহভাজনকে। ঘটনার পরেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় জনতা।

Videos similaires