IndiGo-র কর্মী, যাত্রীর বচসা মাঝ আকাশে, তোলপাড়
2022-12-21
1
এবার মাঝ আকাশে বিমান কর্মীর সঙ্গে বচসা জুড়লেন এক ব্যক্তি। ইস্তানবুল থেকে দিল্লিতে ফেরার সময় আচমকাই ইন্ডিগোর এক কর্মীর সঙ্গে যাত্রীর বচসা শুরু হয়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়।