কখনও তিনি নিজস্ব কায়দায় ব্যাঘ্রগর্জনে হুমকি দিতেন বিরোধীদের, আবার কখনও সরাসরি হুমকি দিতেন পুলিসকেই। এহেন অনুব্রত মণ্ডল গরুপাচার মামলায় গ্রেফতার হওয়ার পরে হাইকোর্টে আবেদন করেও মিলল না জামিন। উলটে এবার গরুপাচার মামলায় দিল্লিতে নিয়ে গিয়ে জেরার অনুমতি পেলেন ইডি গোয়েন্দারা।