টেট পরীক্ষায় দৃষ্টিহীন পরীক্ষার্থীর ‘রাইটার’ হলেন হুগলির স্কুলছাত্রী সাইওয়ানি
2022-12-11
262
রবীন্দ্র ভারতী থেকে বাংলায় এমএ করেছেন এরশাদ করিম। হুগলির কামারপুকুরে বাড়ি এরশাদের। তিনি সম্পূর্ণ দৃষ্টিহীন। তাঁর টেট পরীক্ষার কেন্দ্র ছিল হুগলি উমেনস কলেজ। পরীক্ষার জন্য ‘রাইটার’ নিতে হয়েছে তাঁকে।