সাতসকালে শিম্পাঞ্জির খাঁচার সামনে ভিড় জমাল কারা?
2022-12-10
1
হামি ২-এর লাল্টু মণ্ডল (শিবপ্রসাদ) স্ত্রী মিতালী (গার্গী) আর ছেলেমেয়ে-সহ সাতসকালে হাজির আলিপুর চিড়িয়াখানায়। শিম্পাঞ্জি বাবু আর জিরাফ-জাগুয়ারের সঙ্গে তাঁদের মোলাকাতের পুরো কিসসা দেখতে চোখ রাখুন আনন্দবাজার অনলাইনে।