"সোতকান ক্যারাটে ডু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন" ও "সোতকান ক্যারাটে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন" পরিচালিত ও ব্যবস্থাপিত। গোয়ার মাপুসা শহরের অন্তর্গত, "পেডম স্পোর্টস কমপ্লেক্স" -এ অনুষ্ঠিত, ৫ ও ৬ -ই নভেম্বর ২০২২ ইংরেজি তারিখ, শনি ও রবিবার। "এস.কে.আই.এ সাংগঠনিক আন্তর্জাতিক ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা ২০২২" উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে। অনুষ্ঠানের প্রথম দিবস অর্থাৎ ৫ই নভেম্বর ২০২২ ইংরেজি তারিখ শনিবার। জাতীয় ক্যারাটে ক্রীড়া সংগঠন "ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া" -র সাধারণ সম্পাদক, শিহান রাজনেস চৌধুরী ও কোষাধ্যক্ষ শ্রী অবিনাশ শেঠি কর্তৃক, আন্তর্জাতিক ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন পরবর্তী। কোচবিহার জেলার একমাত্র অথেন্টিক জেলা ক্যারাটে সংগঠন, "স্পোর্টস ক্যারাটে-ডু-অ্যাসোসিয়েশন অফ কোচবিহার" ও "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে-ডু-ফেডারেশন"-র সাধারণ সম্পাদক শ্রীমান বিক্রমাদিত্য বর্মন ও তার ছাত্রী, শ্রীমতি সৌমিতা সেনকে সংবর্ধনা জ্ঞাপন করেন।
#sports #world #karate #international