শাসকদল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় জোর করে বিল পাস করাতে চায়, যেগুলোর বেশিরভাগই বিপজ্জনক ও রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করবে। রাজ্যকে বুলডোজ করে, বিরোধী কণ্ঠকে বুলডোজ করে বিল পাস করাতে চায় কেন্দ্রীয় সরকার। বুধবার দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলের বৈঠকের পর কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।