গ্রামের কেউ মারা গেলে ছুটি হয়ে যায় বিদ্যালয়, বছরের পর বছর ধরে আজব নিয়ম হুগলির গোঘাটে
2022-12-07 978
গ্রামের কেউ মারা গেলে সৎকার হয় শ্মশানে। আর ছুটি হয়ে যায় বিদ্যালয়। দীর্ঘদিন ধরে এমনই ব্যবস্থা চলে আসছে গোঘাটের পাতুল-সাঁড়া প্রাথমিক বিদ্যালয়ের। গ্রামের শ্মশান গ্রামেরই বিদ্যালয়ের পাশে, গ্রামের কেউ মারা গেলে তার শেষকৃত্য সম্পন্ন হয় সেই শ্মশানে।