উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভে ছাত্র-ছাত্রীরা, পদত্যাগের দাবিতে উত্তপ্ত বিশ্বভারতী

2022-12-06 2

ফের বিশ্বভারতীর উপাচার্যর বাড়ির সামনে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। প্রায় ১২ দিন ধরে বিশ্বভারতীর উপাচার্যের বাড়ি থেকে কিছুটা দূরে মঞ্চ করে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন ছাত্রছাত্রীদের একাংশ। তাঁদের দাবি, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে পদত্যাগ করতে হবে। আজ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজের বাসভবন থেকে বেরোনোর চেষ্টা করলে ছাত্রছাত্রীরা তাঁর বাসভবনের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে আন্দোলনকারীদের কিছুটা হাতাহাতি হয়।

Videos similaires