পঞ্চায়েত ভোটের আগে উলট পুরাণ, বিরোধী দল নিয়ে ‘অন্য সুর’ বিধায়কের গলায়, কটাক্ষ বিজেপির

2022-12-06 1

পঞ্চায়েত ভোটের আগে চমক। একে অপরকে কটাক্ষ করতে ছাড়ে না কোনও দল। অথচ বিরোধী দল নিয়ে অন্য সুর চুঁচুড়ার তৃণমূল বিধায়কের গলায়। বিরোধী দলের মিটিং মিছিলে বাধা দেওয়া যাবে না, দলের কর্মীদের বার্তা দিলেন তিনি। বিধায়ক অসিত মজুমদার সমাজমাধ্যমে লিখেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের কথা

Videos similaires