নতুন সদস্য, জাটিয়ার জঙ্গলে বাড়ল হাতির বহর

2022-12-05 1

নতুন সদস্য হাতির পালে। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর বন বিভাগের অধীন কলাইকুণ্ডা রেঞ্জের জাটিয়ার জঙ্গলে একটি হাতির জন্ম হয়। স্থানীয়দের মোবাইলে তোলা ভিডিয়োতে দেখা গিয়েছে, জন্মের পর শাবকটি না উঠে দাঁড়ানো পর্যন্ত তাঁকে দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মা হাতি।

Videos similaires