ভারতে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা, অতিমারির দু’বছর ব্যহত টিকাদান কর্মসূচি
2022-12-05
1
ভারতের বেশ কিছু রাজ্যে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে, মুম্বই-সহ মহারাষ্ট্রের বেশ কিছু জেলায় মৃত্যুরও খবর মিলেছে। মহারাষ্ট্রে হাম আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে এর মধ্যেই।