ডিসেম্বরের শহরে উৎসবের নাম ফুটবল বিশ্বকাপ, জৌলুস কলকাতায়
2022-12-05
2
উৎসবের শহরে নিজের মতো করে সেজে উঠেছে বেনিয়াটোলার ফকির চক্রবর্তী লেন। উত্তর কলকাতার এই গলিকে এক ঝলক দেখলে মনে হবে, এ যেন বিশ্বকাপের থিমে দুর্গাপুজো। কাতার বিশ্বকাপের জন্য কেমন সেজেছে কলকাতার ফিফা গলি, দেখুন।