হিজাব আইন পুনর্বিবেচনার আশ্বাস ইরানের, আদৌ বন্ধ হবে সরকারের নীতিপুলিশি?

2022-12-04 1

দেশেবিদেশে প্রবল চাপের মুখে পিছু হটার ইঙ্গিত ইরান সরকারের। ইরানের অ্যাটর্নি জেনারেল মহম্মদ জাফর মোন্টাজ়েরি বলেছেন, “হিজাব আইনে কোনও পরিবর্তন করা যায় কি না, তা যৌথ ভাবে খতিয়ে দেখছে আইন এবং বিচারবিভাগ।”