তমলুকে সমবায় সমিতির নির্বাচন ঘিরে অশান্তি, শাসক দলের বিরুদ্ধে সরব বাম-বিজেপি জোট

2022-12-04 4

রবিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত খারুই- গঠরা সমবায় সমিতির ৪৩টি আসনে নির্বাচন। সব কটি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল ও বাম-বিজেপির প্রগতিশীল জোট। বিজেপির অভিযোগ, ভোটারদের বাধা দেয় শাসক দল। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সকাল থেকেই এ নিয়ে তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ করে পুলিশ।

Videos similaires