০১ -ম তম "এ.বি.এস.কে.এ - অফিসিয়ালি রাজ্য ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা ২০২২" -র উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে, জাতীয় ক্যারাটে ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক, শিহান রাজনেস চৌধুরীর আগমন ও শুভ উদ্বোধন এবং সকল ক্যারাটে খেলোয়াড় ও কোচ দের উদ্দেশ্যে স্বাগত ভাষণ।

2022-12-02 50

১১ ও ১২ -ই জুন, ২০২২ ইংরেজি তারিখ, শনি ও রবিবার। কলকাতার পার্শ্বস্থিত; উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি রেলওয়ে স্টেশনের অন্তর্গত, রেলওয়ে কমিউনিটি হলে। "অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু ফেডারেশন" -র পরিচালনায় ও ব্যবস্থাপনায়। প্রথম তম "এ.বি.এস.কে.এ" অফিশিয়ালি রাজ্য ক্যারাটে ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ -র, আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে। অনুষ্ঠানের প্রথম দিবস অর্থাৎ ১১ ই জুন ২০২২ ইংরেজি তারিখ শনিবার। জাতীয় ক্যারাটে ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক, শিহান রাজনেস চৌধুরীর আগমন ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন। অতঃপর সকল ক্যারাটে খেলোয়াড় ও প্রশিক্ষক / প্রশিক্ষিকা তৎসহ কোচদের উদ্দেশ্যে সৌজন্য স্বাগত ভাষণ জ্ঞাপন করেন।


#All_Bengal_Sports_Karate_Do_Federation #ABSKF #Paris_2024 #sports #karate

Videos similaires