জঙ্গিদের 'নিশ্চিন্ত' আশ্রয় বঙ্গ?

2022-12-02 0

হরিদেবপুরে জঙ্গির ঝুলন্ত দেহ উদ্ধার ইতিমধ্যেই তুলে দিয়েছে একাধিক প্রশ্ন। দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে পালিয়ে এসে পশ্চিমবঙ্গে লুকিয়ে ছিলেন এই জঙ্গি। বারবার জঙ্গিদের তথ্য সামনে আসায় প্রশ্ন উঠছে পুলিসের সক্রিয়তা ও জঙ্গি দমনে সদিচ্ছা নিয়েও।

Videos similaires