কাতারে আর এক বিশ্বকাপ, পারস্য উপসাগরের ধারে সেরা সুন্দরীর লড়াইয়ে দেশ-বিদেশের উটেরা

2022-11-30 1,078

কাতারে ফুটবলের মহারণ ঘিরে উন্মাদনায় ফুটছে গোটা বিশ্ব। ফিফা বিশ্বকাপের পাশাপাশি আরও এক প্রতিযোগিতার আয়োজন কাতারের আশ শাহানিয়া শহরে। সৌন্দর্য প্রতিযোগিতায় নামল দেশবিদেশের উটেরা। প্রতিযোগিতা কে বেশি দুধ দেয় তা নিয়েও।