৩৮ বছর বাদে ঘুম ভাঙল আগ্নেয়গিরির, নতুন করে লাভা উদ্গীরণ হাওয়াই দ্বীপের মাউনা লোয়ায়

2022-11-29 17

বিশ্বের বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরি আমেরিকার হাওয়াই দ্বীপের মাউনা লোয়া। ৩৮ বছর সুপ্ত থাকার পর আবার নতুন করে অগ্ন্যুৎপাত ও লাভা উদ্গীরণ শুরু হয়েছে রবিবার। বন্ধ রাখা হয়েছে জাতীয় উদ্যান, নিষেধ পাহাড়ে ট্রেকিং। তবে কাছে সে রকম কোনও জনবসতি না থাকায় সে রকম চিন্তার কারণ নেই বলে জানাচ্ছেন আমেরিকার ভূতাত্ত্বিকেরা।