তিনিও ঐন্দ্রিলার মতো ২০ নভেম্বর চলে যান। ঐন্দ্রিলার মতোই তাঁর শরীরে কর্কট রোগ বাসা বাঁধে। নৃত্যশিল্পী দোয়েল চৌধুরী। ঐন্দ্রিলার অসুস্থতার সব খবর তিনি পড়তেন, আর নিজে লড়াই করে বাঁচার অনুপ্রেরণা পেতেন। দোয়েলের বান্ধবী অরুন্ধুতী দাশগুপ্ত ক্যানসারের সঙ্গে দোয়েলের দীর্ঘ দিনের লড়াইয়ে তাঁর পাশে ছিলেন। তিনি বললেন, " দোয়েল বলেছিল আমি চলে গেলে 'কজরা রে' নাচবি তোরা। কোনও দুঃখ করবি না।"