তৃণমূলকে জেতাতেই বাংলায় ঘুরে বেড়াচ্ছেন মিঠুন, মেজিয়ায় একি বললেন ব্রাত বসু!

2022-11-27 9

দুয়ারে পঞ্চায়েত ভোট। আর বিজেপির কর্মীদের এই পঞ্চায়েতের পাঠ দিতে সারা বাংলা চষে বেড়াচ্ছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিজেপির থিঙ্কট্যাংক এর কথায় ম মহাগুরুই বিজেপির পঞ্চায়েতে লড়াইয়ের মূল অস্ত্র।গ্রাম বাংলার একদা সরচেয়ে জনপ্রিয় এই অভিনেতাকে তাই জেলায়,জেলায় পঞ্চায়েত ভোটের ময়দানে নামিয়েছে বিজেপি।রাজনৈতিক মহলের অভিমত মিঠুনকে নামিয়ে প্রাথমিক ভাবে লাভ উঠিয়েছ গেরুয়া শিবির। আর এই লাভে ভাগ বসাতে উঠে পড়ে লাগে তৃণমূলও। মিঠুন বাংলার যেখানে,যেখানে সভা করেছেন সেখানে তৃণমূলের হেভী ওয়েট নেতারা গিয়ে পাল্টা জবাবী সভা করার কৌশল নিয়েছেন।শনিবার মেজিয়া হাইস্কুল মাঠে মিঠুনের পাল্টা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসু বলেন মিঠুন চক্রবর্তী তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। সারা বাংলা ঘুরে,ঘুরে যত ডিস্কো কমেন্ট করবেন ততই লাভ তৃণমূলের।যেখানে,যেখানে মিঠুন যাবেন সেখানেই তৃণমূলের জয় নিশ্চিত। আর তার প্রমাণ হিসেবে তিনি গত বিধানসভার মিঠুনের নির্বাচনী সভার প্রসঙ্গও টেনে মহাগুরুকে কটাক্ষও করেন এদিন।
মিঠুনের বাংলা সফরের জেরে এবার তৃণমূল -বিজেপির লড়াইটা দলীয় না হয়ে ব্যক্তি মিঠুন চক্রবর্তী বনাম তৃণমূল এই পর্যায়ে চলে গেছে বলেই মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা।যা একেবারেই কাম্য নয়।

Videos similaires