স্বকণ্ঠে স্বরচিত কবিতা কবি শঙ্খ ঘোষ আবৃত্তি করেছেন। কবিতা 'সময়'!

2022-11-26 4

কবিতা : সময়
কবি : শঙ্খ ঘোষ
কাব্যগ্রন্থ : এখন সময় নয়

_______________________________________

তোমরা এসেছ, তাই তোমাদের বলি
এখনো সময় হয় নি।
একবার এর মুখে একবার অন্য মুখে তাকাবার
এই সব প্রহসন
আমার ভালো লাগে না।
যেখানে আমার কবর হবে আজ সেখানে জল দিতে ভুলে গিয়েছি
যে-সব শামুক তোমরা রেখে গিয়েছিলে
তার মধ্যে গাঢ় শঙ্খ কোথাও ছিল না।
তোমরা এসেছ, তোমাদের বলি
গ্রহে - গ্রহে টানা আছে সময়বিহীন স্তব্ধ জাল
আমি চাই আরো কিছু নিজস্বতা অজ্ঞাত সময়।

Videos similaires