প্রথম জয় দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু

2022-11-25 2

বৃহস্পতিবার ব্রাজিলের প্রথমার্ধের খেলা দেখে যাঁরা ভেবে নিয়েছিলেন যে কিছুই হবে না, তাঁদের ভুল ভাঙে একটা গোলে। দ্বিতীয় গোল বুঝিয়ে দিল ব্রাজিলের ফুটবল দেখতে এখনও কেন রাতের পর রাত জেগে থাকেন ফুটবলপ্রেমীরা। কাতারে যে হারে অঘটন ঘটে চলেছিল তাতে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল ফুটবলপ্রেমীদের কপালে।