বাংলাদেশি সন্দেহে গ্রেফতার বাংলার শ্রমিক, দেড় বছরের সন্তান-সহ ঠাঁই বেঙ্গালুরুর জেলে

2022-11-23 4,539

পূর্ব বর্ধমানের পলাশ অধিকারী ও তাঁর স্ত্রী শুক্লা বেঙ্গালুরু যান একটু বেশি রোজগারের আশায়, সঙ্গে দেড় বছরের ছেলে আর বয়স্ক বাবা-মা। আচমকাই বাংলাদেশি সন্দেহে বেঙ্গালুরু পুলিশ গ্রেফতার করে তাঁদের।