Aamir Khan এর নাচ মেয়ের বাগদানে
2022-11-22
0
\'পাপা ক্যাহেতে\'-র ধুনে নাচলেন আমির খান। মেয়ে ইরা খান, নূপুর শিখরের বাগদানের অনুষ্ঠানে \'পাপা ক্যাহেতে\'-র ধুনে নাচতে দেখা যায় আমির খানকে। বাবার নাচ দেখে বাগদানের অনুষ্ঠানে আবেগপ্লুত হয়ে পড়েন ইরা। বাবার সঙ্গে তিনিও নাচতে শুরু করেন।