২৫ লাখের সেতু উদ্বোধন মগরায়

2022-11-21 1

কুন্তি নদীর উপর সেতু নির্মাণের দাবি দীর্ঘ দিন ধরেই করে আসছিলেন স্থানীয়েরা। জেলা প্রশাসনের সহযোগিতায় সেই সেতু উদ্বোধন হল সোনমবার। এর আগে হুগলির মগরায় কুন্তি নদীর দু’পারের লোকজন প্রবল ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন একটি বাঁশের উপর দিয়ে। নিজেদের অসুবিধার কথা জানানো হয় পঞ্চায়েত, ব্লক-সহ জেলা প্রশাসনকে। সেচ দফতর ২৫ লাখ টাকায় একটি কাঠের সেতু নির্মাণ করে দিয়েছে।