চা বাগানে বাইসন আতঙ্ক

2022-11-21 4

সোমবার সকালে দলছুট একটি বাইসন রেতির জংগল থেকে বেরিয়ে চারটি চা বাগান দাপিয়ে বেড়ায়। বাইসনটিকে চা বাগানে ঘোরাফেরা করতে দেখে কর্তৃপক্ষ বনদপ্তরকে খবর দিলে বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার কর্মীরা আসেন। টানা তিন ঘন্টার চেষ্টায় বাইসনটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন বন্যপ্রান শাখার কর্মীরা।