কথায় বলে গেঁয়ো যোগী ভিখ পায় না। সেই দশা কিউই ফলের। কলকাতা শহরে দামের ঘায়ে ছ্যাঁকা খায় মধ্যবিত্ত। তাই এই ফলের চাহিদা থাকলেও উচ্চবিত্তরা ছাড়া সাধারণ মানুষ এই ফল কিনতে পারেন না। কিন্তু ঠিক উল্টো ছবি ধরা পড়েছে কালিম্পঙের জেলার ঝান্ডি গ্রামে। সেই গ্রামে কিউয়ির অফুরন্ত ফলন হলেও কেনার লোক নেই। তাই মাথায় হাত চাষীদের।