ফানুস উড়িয়ে কাতার বিশ্বকাপে মাতল কলকাতা
2022-11-20
2
রবিবার সন্ধ্যায় বিশ্বকাপের জমকালো উদ্বোধন কাতারে। তার আগেই ফুটবলপ্রেমী কলকাতা নিজের মতো করে উদযাপন করল বিশ্বকাপের সূচনা। উত্তর কলকাতার আকাশে উড়ল ফুটবলারদের নাম, দেশের পতাকা দিয়ে সাজানো রংবেরঙের ফানুস।