খোলামেলা পোশাকে খেলা দেখা নয়

2022-11-19 12

ফুটবল বিশ্বকাপের আগে একের পর এক বিতর্কে জড়াচ্ছে কাতার। এবার মহিলাদের পোশাক নিয়ে বিতর্ক। সে দেশে মহিলারা খোলামেলা পোশাক পরতে পারেন না। বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদেরও সেটা মেনে চলতে হবে বলে ফরমান জারি হয়েছে। কোনও মহিলা দর্শক খোলামেলা পোশাক পরলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। জেলের সাজা পর্যন্ত হতে পারে।

Videos similaires