‘চেতনা’র পঞ্চাশ বছর, শহর জুড়ে নাটকের উৎসব

2022-11-18 7

২২ নভেম্বর পঞ্চাশ বছর পূর্ণ করবে চেতনা নাট্যদল। সেই উপলক্ষে, শুক্রবার বিকেলে অ্যাকাডেমি অব ফাইন আর্টসে সূচনা হল ছয় দিনব্যাপী নাট্যোৎসবের। তা নিয়ে আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হলেন দলের পরিচালক ও অভিনেতা সুজন মুখোপাধ্যায়।