IRCTC-তে বেবি ফুড, থাকছে সুগার ফ্রি খাবারও
2022-11-16
9
এবার ট্রেনেও পাবেন পছন্দসই খাবার। ট্রেনে চাপলে আর খাবারের জন্য চিন্তা করতে হবে না আপনাকে। যাত্রী স্বাচ্ছন্দের কথা ভেবে এবরা নতুন করে খাবারের মেনু সাজাচ্ছে আইআরসিটিসি। যেখানে ডায়াবিটিস রোগীরাও পাবেন পছন্দসই খাবার।