ভারতীয় পড়ুয়াদের দিকে সাহায্যের হাত বাড়াল রাশিয়া

2022-11-11 2,246

ইউক্রেন যুদ্ধের জেরে মাঝপথেই দেশছাড়া ভারতীয় পড়ুয়ারা চাইলে রাশিয়ায় গিয়ে তাঁদের পড়াশোনা শেষ করতে পারেন। ইউক্রেনে মেডিক্যাল পাঠরত ভারতীয় পড়ুয়াদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে এই প্রস্তাব দিল ক্রেমলিন। বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রদূত ওলেগ অ্যাভডিভের মন্তব্য, ভারতীয় পড়ুয়াদের রাশিয়ায় স্বাগত জানানো হবে।

Videos similaires