আলিপুরদুয়ারে মা ও শাবক ভল্লুক উদ্ধার

2022-11-11 1,131

লোকালয় থেকে উদ্ধার হলো মা ও শাবক ভল্লুক। শীতের শুরুতেই গ্রামে প্রবেশ করল দুটি ভল্লুক। দীর্ঘক্ষণের চেষ্টায় ভল্লুক দুটিকে উদ্ধার করতে সক্ষম হয় বনদফতর। এদিন আলিপুরদুয়ারের কালচিনি এলাকায় দুটি ভল্লুককে দেখতে পান গ্রামবাসীরা । ভল্লুকের খোঁজে তল্লাশি শুরু করে কালচিনি থানার পুলিশ ও বনদফতর। ভল্লুক দুটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়া নিয়ে যায় বনদফতরের কর্মীরা।