মানসিক ভাবে ভেঙে পড়েছি, এত ঘৃণা, মিথ্যে রটনা নিতে পারছি না: রশ্মিকা

2022-11-09 15

তিনি নাকি বিজয় দেবেরাকোন্ডার প্রেমিকা।রশ্মিকা মান্দানা, ইনস্টাগ্রামে ছোটবেলার ছবি দিলেও সরাসরি তাঁকে 'যৌনকর্মী' বলে আক্রমণ করা হয়। তিনি ‘হট প্যান্ট’ পরলেও ট্রোলের শিকার, শাড়ি পরলেও। ঘৃণ্য মন্তব্য করা হয় তাঁর শরীর নিয়ে।