সোমবার সন্ধ্যায় ধূপগুড়ি ব্লকের শালবাড়িতে রাস উৎসবের সূচনা হলো। এদিন এই রাস উৎসবের সূচনা করেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালী রায়। উপস্থিত ছিলেন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সুশীল কুমার রায় সহ অনেকে। এদিন রাস পূজার পাশাপাশি মহানাম যজ্ঞ ও গীতা পাঠের আয়োজন করা হয়। রাস উৎসব উপলক্ষে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হবে। জানা গেছে শালবাড়ির রাস উৎসব কমিটির পরিচালনায় এবারের রাস উৎসব ও মেলা নবম বছরে পড়লো। করোনার কারণে গত দু'বছর মেলা হয়নি। এবার দুই বছর পর মেলা হচ্ছে। আগামী ১০ তারিখ থেকে মেলার শুভ সূচনা হবে।